Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
ঐতিহাসিক নিমদিঘী বুরুজ
Details

নিয়ামতপুর থানা সদর থেকে দক্ষিণ-পিশ্চম কোণে ৮কিমি দূরে ভাতরন্ড একটি প্রাচীন নাম । ভাতরন্ড গ্রামের পশ্চিম পাশে সমতল মাঠের মধ্যে দ্বিতল দালানের মতো উচু একটি বিরাট ঢিবি । ঢিবিটির উপর নতুনভাবে বনায়ন করা হয়েছে । এর আয়তন আনুমানিক ২বিঘা । স্থানীয় লোকজন এটাকে বুরুজ বলে । ঢিবিটি দেখে সহজেই অনুমান করা যায় যে, এটি একটি ইমারতের ধ্বংসাবশেষ । ঢিবিটি ইমারতের ইটের দেয়ালের চিহ্ন স্পষ্টভাবে বোঝা যায় । এখানে প্রত্ন-পউকরণ ও আলামত দেখে অনুমান করা যায় যে, এই ইমারতটি বৌদ্ধ-হিন্দু যুগে নির্মিত হয়েছিল । এই ইমারতটি কি কাজে ব্যবহার করা হতো , তা খনন না করে বলা যাবে না। ধ্বংসস্তুপটির প্রত্নতাত্তিক ভ্যালু এখনো বিলিন হয়ে যায়নি বলে মনে হয় । কাজেই এটি উৎখনন করে গবেষণালব্ধ প্রাচীন ইতিহাস উদ্ধার করা যেতে পারে । লোকমুখে আরও জানা যায় যে, ধ্বংসাবশেষটির আয়তন ও উচ্চতা পূর্বের তুলনায় অনেক কমে গেছে ।

 

সূত্র: নওগাঁ জেলার ইতিহাস, মোঃ খয়বর আলী ।