Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নিয়ামতপুর উপজেলা

এক নজরে উপজেলা

 

ভৌগলিক পরিচিতি

 

উত্তরে নওগাঁ  জেলার পোরশা, পূর্বে মান্দা ও মহাদেবপুর,দক্ষিণে রাজশাহী জেলার তানোর,চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল এবং পশ্চিমে গোমস্তাপুর ও নাচোল উপজেলা

উপজেলার পটভূমি

গৌড় বাংলার রাজধানী থাকাকালীন সময়ে সেখানে মহামারী দেখা দিলে সেই এলাকা হতে বহু লোক ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন দিকে  পালিয়ে যায় । সেই সময় একটি পরিবার বর্তমানে নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর গ্রামে এসে বসবাস আরম্ভ করে । তখন এই স্থানের নাম ছিল হোকমাডাংগা । কথিত আছে যে,জনৈক ধর্মপ্রাণ দরবেশ ব্যক্তি এই হোকমাডাংগায় আগমণ করলে নিয়ামতপুরের বর্তমান চৌধুরী এবং দেওয়ান বংশের আদিপুরুষগণ নজর নিয়ামত ও বিভিন খাদ্য সামগ্রী তার সন্মার্থে তৌহফা হিসেবে পেশ করেন। ভোগের রসনা সামগ্রী দেখে তিনি অত্যন্ত খুশী হন এবং বলেন যে,যেখানে আল্লvহপাক এত নিয়ামত দান করেছেন সেই স্থানের নাম সুন্দর হওয়া দরকার। তাই তিনি হোকমাডাংগার পরিবর্তে স্থানটির নাম করণ করেন নিয়ামতপুর ।

ইউনিয়ন সমূহ

১। হাজীনগর ইউনিয়ন,২। চন্দননগর ইউনিয়ন,৩। ভাবিচা ইউনিয়ন,৪। নিয়ামতপুর ইউনিয়ন,৫। রসুলপুর ইউনিয়ন,৬। পাঁড়ইল ইউনিয়ন,৭। শ্রীমন্তপৃর ইউনিয়ন,৮। বাহাদুরপুর ইউনিয়ন

উপজেলার ঐতিহ্য

গুজিশহরের ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা ।  প্রতি বছর পৌষ সংক্রান্তি  উপলক্ষে প্রেমগুসাই মেলা বসে । এ মেলায় বিরাট জন সমাগম হয় এবং `সপ্তাহ ব্যাপী মেলা    চলে ।

ভাষা ও সংস্কৃতি

বাঙ্গালীর জাতির ভাষা বাংলা ভাষা এবং  এ ছাড়া উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠী সাওতাল,উরাও,পাহান,মাহাত ইত্যাদির নিজস্ব ভাষাও উল্লেখযোগ্য ।

  

দর্শনীয় স্থান

ছাতড়াবিল,নিমদিঘী, বেলগাপুরহাট

প্রখ্যাত ব্যক্তিত্ব

-

খেলা ও বিনোদন

ফুটবল খেলা,কাবাডি খেলা,হাডুডু খেলা,ভলিবল খেলা এবং ক্রিকেট খেলা,বিনোদন আলকাপ গান।

প্রাকৃতিক সম্পদ

নাই

নদ-নদী

১টি ( ভেরেন্ডি )

ব্যবসা বানিজ্য

১। ধান চাউলের মিল ২। হোটেল রেস্তোরা,৩। জুয়েলারী ৪। হার্ডওয়ার ৫। মটর বাইক শো রুম ৬। ইলেকট্রনিক্স ৭। লেদ কারখানা ৮। চাউলের আড়াr৯। wQটকাপড়ের দোকান ১০।  ইট ভাটা ১১। গার্মেন্টেস দোকান ইত্যাদি ।

হোটেল ও আবাসন

-

যোগাযোগ ব্যবস্থা

ঢাকা থেকে রেল ও সড়ক পথে নওগাঁ জেলা সদর । নওগাঁ সদর থেকে সড়ক পথে নিয়ামতপুর ( ৫০কিঃমিঃ )। রাজশাহী বিভাগীয় শহর  থেকে সরাসরি সড়ক পথে নিয়ামতপুর উপজেলা সদরে (৭০কিঃমিঃ ) বাসযোগে আসা যায় । এছাড়া অটোরিক্সা,  ভ্যান ইত্যাদি যানবাহন স্থানীয়ভাবে ব্যবহৃত হয়।

পত্র পত্রিকা

-

হাট বাজার

১। শিবপুর হাট ২। কাপাষ্টিয়া হাট ৩। ছাতড়া পশুহাট৪।ছাতড়াতহবাজার5। বেনীপুর হাট  ৬। পাইকড়া হাট  7। গাবতলী ( রাউতাড়া ) হাট  8। মালঞ্চি হাট ৯। নিয়ামতপুর হাট 10। সাংশৈল হাট ১1। নিমদীঘি হাট ১2। গাংগোর হাট ১3। বেলগাপুর হাট ১4। বটতলী হাট ১5। শালবাড়ী হাট ১6। খড়িবাড়ী হাট ১7। রাধানগর হাট ১8। গুজিশহর হাট

 এক নজরে নিয়ামতপুর উপজেলাঃ

১।        উপজেলার আয়তন                     :       ৪৪৯.১০ বর্গকিলোমিটার ।

২।        মোট লোকসংখ্যা                        :       ২,৪৮,৩৫১ জন । (২০১১ সালের আদমশুমারী  অনুযায়ী)

৩।       মোট ভোটার সংখ্যা                     :       ১,৫৫,৮৮৭জন (পুরম্নষ ৭৫,০৬৬ জন, মহিলা- ৮০,৮২১জন )

৪।        ইউনিয়ন                                 :      ০৮টি ।

৫।       ইউনিয়নের নাম                          :       হাজীনগর, চন্দননগর,ভাবিচা,নিয়ামতপুর,রসুলপুর,পাড়ইল, শ্রীমমত্মপুর ও                                                                                     বাহাদুরপুর

৬।       মোট মৌজা সংখ্যা                       :     ৩২১টি

৭।        মোট গ্রামের সংখ্যা                      :       ৩৪১ঢি

৮।       মোট কলেজের সংখ্যা                    :        ০৪ টি ( ডিগ্রী ২টি )

৯।       স্কুল এন্ড কলেজ                          :       ০২টি

১০।     বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ        :       ০১টি

১১।     কারিগরী কলেজ                          :      ০২টি

১২।      উচ্চ বিদ্যালয়                            :        ৪৩টি(৫টি বালিকা সহ )

১৩।     নিমনমাধ্যমিক বিদ্যালয়                :        ৬টি

১৪।     সরকারি প্রাথমিক বিদ্যালয়              :      ৭২টি

১৫।     রেজিঃবেসরকারি প্রাথমিক বিদ্যালয়    :        ৫০টি

 

১৬।     মাদ্রসার সংখ্যা                             :      ২৬টি ( তন্মধ্যে-২টি ফাজিল,৬টি আলিম )

১৭।      এবতেদায়ী মাদ্রাসা                        :      ২৪টি

১৮।    হাসপাতাল                                  :       ০১টি ( ৫০ শয্যা বিশিষ্ট )

১৯।     কমিউনিটি ক্লিনিক                        :       ৩০টি

২০।     মসজিদ                                     :        ৪৫৮টি

২১।      মন্দির                                     :        ৫৩টি

২২।      গীর্জা                                       :       ০৮টি

২৩।     এতিম খানা                               :        ০৯টি

২৪।      ঈদগাহ                                    :        ২০১টি

২৫।     কাঁচা পাকা মোট রাসত্মা                 :        ৬১৫.৫১ কিঃমিঃ

২৬।     পাকা রাসত্মা                              :        ১৭৫.৬১ কিঃমিঃ

২৭।      আধা পাকা রাসত্মা                       :          ৩৫.৯৫ কিঃমিঃ

২৮।     কাঁচা রাসত্মা                              :       ৪০২.৯৬ কিঃমিঃ

২৯।     কালভার্ট                                   :       ৫৯৫টি

৩০।    ব্রীজ                                        :      ৬৯টি

৩১।     হাট ও বাজারের সংখ্যা                  :       ১৮টি

৩২।     খেয়াঘাটের সংখ্যা                        :        ২টি