Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

 

‘‘নিয়ামতপুর উপজেলা পরিষদ এর  ৩য় সভার কার্যবিবরণী’’

(২০১৩-২০১৪ অর্থ বছরের ১২তম সভা )

 

সভাপতি                        ঃ        আলহাজ্ব মোঃ এনামুল হক

                              উপজেলা পরিষদ চেয়ারম্যান 

                              নিয়ামতপুর, নওগাঁ ।

                               

সভার স্থান         ঃ        উপজেলা পরিষদ মিলনায়তন  ।

সভার তারিখ      ঃ        ২৪-০৬-২০১৪ খ্রিঃ

সভার  সময়       ঃ        ১২.১৫ মিঃ ।

সভায় উপস্থিত সদস্যবৃন্দের তালিকা পরিশিষ্ট -ক- দ্রষ্টব্য

সভায় অনুপস্থিত সদস্যবৃন্দের তালিকা পরিশষ্ট -খ- দ্রষ্টব্য

 

            সভার প্রারম্ভে সভাপতি  সভায় উপস্থিত সহ সকল সম্মানিত সদস্যবৃন্দকে স্বাগত  জানান ।  অতঃপর  উপজেলা নির্বাহী অফিসারকে সভা পরিচালনা করার অনুরোধ করেন। সভাপতির অনুরোধক্রমে উপজেলা নির্বাহী অফিসার গত  ২৮/০৫/২০১৪ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত নিয়ামতপুর উপজেলা পরিষদ সভার কার্যবিবরণী পাঠ করে শোনান এবং  কোন সংশোধনী  না থাকায়  তা  দৃঢ়করণ করা হয়  ।

           

(ক)       উপজেলা পরিষদে হস্তান্তরিত বিভাগ সমূহঃ

 

১।           উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসঃ

 

             আলোচনাঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বলেন,বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । বর্তমানে কোন সমস্যা নেই । 

 

সিদ্ধান্তঃ বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অনুরোধ করা হ’ল ।

 

                বাস্তবায়নেঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, নিয়ামতপুর ।

 

২।            উপজেলা কৃষি অফিসঃ

 

                আলোচনাঃ  উপজেলা কৃষি অফিসার বলেন, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । বর্তমানে কোন সমস্যা নেই । 

 

সিদ্ধান্তঃ সভায় আলোচনান্তে বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সহ সারের মজুদ নিয়মিত যাচাইকরণের জন্য অনুরোধ করা হ’ল ।  

 

                বাস্তবায়নেঃ  উপজেলা কৃষি অফিসার, নিয়ামতপুর ।

 

৩।           উপজেলা প্রকৌশল অফিস ( এলজিইডি ) ।

 

                আলোচনাঃ (ক) উপজেলা প্রকৌশলী জানান, চলতি ২০১৩-২০১৪ অর্থ বছরে এডিপি’র এবং রাজস্ব উদ্বৃত্ত অর্থ ২৩টি প্রকল্প গ্রহণ করা হয় ।  ইতোমধ্যে ২৩টি  প্রকল্পেরই ১০০% কাজ সম্পন্ন হয়েছে । তিনি বলেন, এডিপি’র ৪র্থ কিস্তিতে ১৭,২৫,০০০/- টাকা বরাদ্দ পাওয়া যাবে বলে প্রকল্প গ্রহণ করা হয় । কিন্ত  মাত্র ২,১৬,০০০/- টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে । ফলে ৫টি প্রকল্পের বিল পরিশোধ করা সম্ভব হয় নাই ।  তিনি বলেন, আগামী অর্থ  বছরে  এডিপি’র বরাদ্দ পাওয়া গেলে ৫টি প্রকল্পের বিল পরিশোধ করা হবে । এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুরোধ করেন ।

চলমান পাতা-২

পাতা-২

 

                সিদ্ধান্তঃ  ৩.১।  সভায় আলোচনান্তে এডিপি’র অর্থে  গৃহীত যে সকল প্রকল্পের অর্থ পরিশোধ করা যায় নাই, তা আগামী অর্থ বছরে বরাদ্দ পাওয়া গেলে তা থেকে পরিশোধ করার প্রয়োজনীয় পদগ্ধক্ষপ গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হ’ল ।

                বাস্তবায়নেঃ   উপজেলা প্রকৌশলী, নিয়ামতপুর ।      

                       

৪।            উপজেলা প্রাণিসম্পদ অফিসঃ

 

                আলোচনাঃ  উপজেলা প্রাণি সম্পদ অফিসার  জানান, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । বর্তমানে কোন সমস্যা নেই

                সিদ্ধান্তঃ ৪.১।  বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য অনুরোধ করা হ’ল ।

                বাস্তবায়নেঃ  উপজেলা প্রাণি সম্পদ অফিসার, নিয়ামতপুর ।

                               

৫।            উপজেলা মৎস্য অফিসী

 

                আলোচনাঃ সহকারী মৎস্য অফিসার জানান,আগামী ০২-০৮ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে । মৎস্য সপ্তাহ উদ্যাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

 

                সিদ্ধান্তঃ ৫.১। সভায় আলোচনান্তে মৎস্য সপ্তাহ উদ্যাপনে সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হ’ল ।

 

                বাস্তবায়নেঃ    উপজেলা  মৎস্য অফিসার, নিয়ামতপুর ।

                    

৬।           উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসঃ

 

                (ক) আলোচনাঃ  ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার প্রতিনিধি বলেন, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । বর্তমানে কোন সমস্যা নেই ।

 

                সিদ্ধান্তঃ ৬.১।  বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য অনুরোধ করা হ’ল

 

                বাস্তবায়নেঃ    উপজেলা  শিক্ষৎ অফিসার, নিয়ামতপুর ।

 

৭।            উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসঃ

                আলোচনাঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারজানান, বিভাগীয় কাজকর্ম সুষ্ঠুভাবে চলছে ।  বর্তমানে কোন সমস্যা নেই। 

 

সিদ্ধামতঃ ৭.১ । সভায় আলোচনান্তে বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য অনুরোধ সহ নিয়মিত শিক্ষৎ প্রতিষ্ঠান  পরিদর্শন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা মাধ্যমিক শিক্ষৎ অফিসার ও  উপজেলা একাডেমিক সুপারভাইজারকে অনুরোধ করা হ’ল ।

 

                বাস্তবায়নেঃ   ১। জনপ্রতিনিধি (সকল)

                             ২। বিভাগীয় কর্মকর্তা (সকল) ।

                             ৩। উপজেলা মাধ্যমিক শিক্ষৎ অফিসার, নিয়ামতপুর ।

                                      ৪। উপজেলা একাডেমিক সুপারভাইজার, নিয়ামতপুর ।

 

 

‘৮।          উপজেলা পল্ল­­­­­­­­ী উন্নয়ন অফিসঃ  

                                                আলোচনাঃ সহকারী উপজেলা পল্ল­­­­­­­ী উন্নয়ন অফিসার বলেন, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । বর্তমানে কোন সমস্যা নেই।

                সিদ্ধান্তঃ ৮.১। বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য অনুরোধ করা হ’ল

 

                বাস্তবায়নেঃ   ১।  উপজেলা নির্বাহী অফিসার, নিয়ামতপুর ।

                                      ২। উপজেলা পল্ল­­­­­­­ী উন্নয়ন অফিসার, নিয়ামতপুর ।

চলমান পাতা-৩

পাতা-৩

 

৯।           উপজেলা পরিবার পরিকল্পনা অফিসঃ

 

                (ক) আলোচনাঃ  উপজেলা পরিবার পরিকল্পনা জানান, প্রতি বারের ন্যায় আগামী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপিত হবে । তিনি  দিবসটি পালনে সকলের সার্বিক  সহযোগিতা কামনা  করেন ।

 

                সিদ্ধান্তঃ সভায় আলোচনান্তে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস  যথাযথ ভাবে উদ্যাপনের প্রয়োজনীয় পদগ্ধক্ষপ  গ্রহণের জন্য উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারকে অনুরোধ করা হ’ল ।  সেই সংগে দিবসটি  পালনে সার্বিক সহযোগিতা করার জন্য জনপ্রতিনিধি এবং সকল বিভাগীয় প্রধানদের অনুরোধ করা হ’ল ।

 

                বাস্তবায়নেঃ ১। জনপ্রতিনিধি (সকল)

                               ২।  বিভাগীয় প্রধান (সকল)

                                   ৩। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, নিয়ামতপুর ।

 

(খ) উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বলেন,  মে ২০১৪ মাসে মোট সক্ষম দম্পত্তির সংখ্যা ৫৭,৫৪২জন, তন্মধ্যে  খাবার বড়ি ২৬,৮১৬জন, কনডম - ২,৯১৪জন, ইনজেকটেবলস - ৪,৩৫৮ জন, আইইউডি - ১,৭৪৮ জন, ইমপস্ন্যান্টে - ১,৬১০জন, স্থায়ী পদ্ধতি-  ১০,০৩৯জন (পুরুষ-২,৩৮০ মহিলা ৭,৬৫৯)  পদ্ধতি গ্রহণকারীর হার ৮৬.৫২% ।  তাছাড়া অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে ।

 

                সিদ্ধান্তঃ সভায় আলোচনান্তে বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারকে অনুরোধ করা হ’ল ।  

                বাস্তবায়নেঃ    উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, নিয়ামতপুর ।

 

 

১০।          উপজেলা সমাজ সেবা  অফিসঃ

 

                আলোচনা ঢ়   অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজ সেবা অফিসার জানান,বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । বর্তমানে কোন সমস্যা নেই।

                সিদ্ধান্তঃ ১০.১। বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য অনুরোধ করা হ’ল

বাস্তবায়নেঃ  উপজেলা সমাজ সেবা অফিসার, নিয়ামতপুর ।              

 

১১।    উপজেলা ত্রাণ  ও পূনর্বাসন দপ্তরঃ

 

                (ক) আলোচনাঃ  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জানান ২০১৩-২০১৪ অর্থ বছরে কাবিটা সাধারণ খাতে ৪৫,৫২,০০০/- টাকা বরাদ্দ পাওয়া যায় ।  বরাদ্দকূত অর্থে ১৮টি প্রকল্প গ্রহণ করা হয় ।  ইতোমধ্যে সকল প্রকল্পের কাজ ১০০% সম্পন্ন হয়েছে ।  কাবিটা বিশেষ খাতে ২০,২৫,০০০/- টাকা বরাদ্দ পাওয়া যায় । বরাদ্দকৃত অর্থে ১২টি প্রকল্প গ্রহণ করা হয় । ইতোমধ্যে সকল প্রকল্পের কাজ ১০০% সম্পন্ন হয়েছে ।

                সিদ্ধান্তঃ  নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রকল্পের ১০০% কাজ সম্পন্ন হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয় ।

                (খ) আলোচনাঃ  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জানান ২০১৩-২০১৪ অর্থ বছরে অবশিষ্ট কাবিটা (সাধারণ) খাতে ১৫,২০,০০০/- টাকা বরাদ্দ পাওয়া যায় ।  বরাদ্দকৃতত অর্থে ১০টি প্রকল্প গ্রহণ করা হয় ।  ইতোমধ্যে সকল প্রকল্পের কাজ ১০০% সম্পন্ন হয়েছে ।  অবশিষ্ট কাবিটা বিশেষ খাতে ৬,৭৫,০০০/- টাকা বরাদ্দ পাওয়া যায় । বরাদ্দকৃত অর্থে ০৪টি প্রকল্প গ্রহণ করা হয় । ইতোমধ্যে সকল প্রকল্পের কাজ ১০০% সম্পন্ন হয়েছে ।

 

                (গ) আলোচনাঃ  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জানান, ২০১৩-২০১৪ অর্থ বছরে জেলা প্রশাসক,নওগাঁ মহোদয়ের নিকট থেকে ১,৫০,০০০/- বরাদ্দ পাওয়া যায় । বরাদ্দকৃত  অর্থে ১টি প্রকল্প গ্রহণ করা হয় । প্রকল্পটি কাজ ইতোমধ্যে ১০০% সম্পন্ন হয়েছে ।

 

১২।          উপজেলা খাদ্য অফিসী

                আলোচনাঃ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, নিয়ামতপুর  জানান,  বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে ।   কোন সমস্যা নেই  ।

                সিদ্ধান্তঃ ১২.১।  বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য অনুরোধ করা হ’ল ।

বাস্তবায়নেঃ  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, নিয়ামতপুর ।

চলমান পাতা-৪

পাতা-৪

১৩।         উপজেলা সমবায় অফিস ী

 

 

                আলোচনাঃ উপজেলা সমবায় অফিসার, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে ।   বর্তমানে কোন সমস্যা নেই  ।

                সিদ্ধান্তঃ ১৩.১।  বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য অনুরোধ করা হ’ল ।

বাস্তবায়নেঃ  উপজেলা সমবায় অফিসার, নিয়ামতপুর ।

 

১৪।  উপজেলা যুব উন্নয়ন  অফিসঃ            

 

 

                আলোচনাঃ  উপজেলা যুব উন্নয়ন অফিসারের প্রতিনিধি জানান, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে ।  বর্তমানে কোন সমস্যা নেই 

                সিদ্ধান্তঃ ১৪.১।  বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য অনুরোধ করা হ’ল ।

বাস্তবায়নেঃ  উপজেলা যুব উন্নয়ন অফিসার, নিয়ামতপুর ।

 

১৫।          উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসঃ

 

                আলোচনাঃউপ-সহকারী প্রকৌশলী ( জনস্বাস্থ্য )  জানান, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । বর্তমানে কোন সমস্যা নেই  ।

                সিদ্ধান্তঃ ১৫.১।  বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য অনুরোধ করা হ’ল ।

বাস্তবায়নেঃ   উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), নিয়ামতপুর

                   

১৬।         উপজেলা মহিলা বিষয়ক  অফিসঃ

                আলোচনাঃ  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । বর্তমানে কোন সমস্যা নেই । 

                সিদ্ধান্তঃ ১৬.১। বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য অনুরোধ করা হ’ল ।

                বাস্তবায়নেঃ   উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নিয়ামতপুর ।

 

১৭।          সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রঃ

                আলোচনাঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা,বন বিভাগ  বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । বর্তমানে কোন সমস্যা নেই । 

                সিদ্ধান্তঃ ১৭.১। বিভাগীয়  কার্যক্রম সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য অনুরোধ করা হ’ল ।

                বাস্তবায়নেঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা, বন বিভাগ, নিয়ামতপুর ।

  

(খ)      

উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্র­ক±শলী ও অন্যান্য দপ্তর হতে উপস্থাপিত ব্যয়  বিবরণী ঢ়

 

                পরিষদের ব্যয় হিসেবে পরিশোধের নিমিত্তে সভায় অনুমোদন চেয়ে ব্যয় সংক্রান্ত নিম্নোক্ত তথ্যাদি সভায় পেশ করা হয় ।

 

১।           উপজেলা পরিষদ চেয়ারম্যানের  মে ২০১৪ মাসের সম্মানী ভাতা ও বাসা ভাড়া                            ২৫,৫০০/-

২।            ভাইস চেয়ারম্যানের মে ২০১৪ মাসের সম্মানী ভাতা                                                                   ১৪,৫০০/-

৩।           মহিলা ভাইস চেয়ারম্যানের মে ২০১৪ মাসের সম্মানী ভাতা ভাতা                                               ১৪,৫০০/-

৪।           উপজেলা পরিষদের মালী'র এপ্রিল ২০১৪  মাসের পারিশ্রমিক                                                                       ৫,২২০/-

৫।           উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের ১জন এমএলএসএস এর মে ২০১৪  মাসের বেতন                                     ৫,৫৮০/-     

৬।           উপজেলা পরিষদের মে ২০১৪ মাসের পানির বিল                                                       ৯,০০০/-

৭।            উপজেলা পরিষদের  মে ২০১৪ মাসের বিদ্যুৎ বিল                                                                      ৯,৭৪৭/-

৯।           উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের মে ২০১৪ মাসের বিদ্যুৎ বিল                                    ৩১৪/-    

১০।         উপজেলা পরিষদের  মে ও জুন ২০১৪ মাসের বৈদ্যুতিক সরজ্ঞামাদি ক্রয় ও অন্যান্য ব্যয় বাবদ                   ৪,১২৬/-

১১।         উপজেলা পরিষদের  মে ২০১৪ মাসের আনুষাংগিক খরচ বাবদ                                                  ২,০০০/-

১২।         উপজেলা পরিষদের  মে ২০১৪ মাসের সভার আপ্যায়ন বাবদ                                                     ৫,০০০/-

 

সিদ্ধামতঃ- সরকারী নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট খাত থেকে উপরোক্ত খরচের বিল পরিশোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হ’ল ।

 

                বাস্তবায়নেঃ  ১। উপজেলা পরিষদ চেয়ারম্যান, নিয়ামতপুর উপজেলা পরিষদ ।

                                    ২। উপজেলা নির্বাহী অফিসার,নিয়ামতপুর ।

চলমান পাতা-৫

 

পাতা-৫

 

            পরিশেষে   পরিষদ সভায় সকল বিভাগের উপস্থিতি নিশ্চিত করণ সহ  অদ্যকার সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ যথাযথ  বাস্তবায়ন / পালনের অনুরোধ জানিয়ে  আর কোন আলোচনা না থাকায়  উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সভাপতি  সভার সমাপ্তি ঘোষণা করেন 

 

 

 

                                                    (  মোঃ এনামুল হক   )

                                           চেয়ারম্যান

                                    নিয়ামতপুর উপজেলা পরিষদ

                                          নিয়ামতপুর,নওগাঁ

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

নিয়ামতপুর,নওগাঁ ।

      ২৬ আষাঢ় ১৪২১ বঙ্গাব্দ

স্মারক নংঃ ০৫.৪৩.৬৪৬০.০০০.১৬.০১৩.১৪- ৯২২(৩৫)                                                  তারিখঃ-----------------------

                                                                                                                                ১০ জুলাই ২০১৪ খ্রিষ্টাব্দ              

                অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হ’লঃ

 

১।            জনাব সাধন চন্দ্র মজুমদার, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৬-নওগাঁ-১

২।            সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল­­­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।

৩।           সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।

৪।            ------------------------------------------------------

৫।            জেলা প্রশাসক,নওগাঁ ।

৬।           ------------------------------------------------

অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হ’লঃ

 

১।        জনাব------------------------------------------------------------------------

 

উপজেলা নির্বাহী অফিসার

  নিয়ামতপুর,নওগাঁ ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

চলমান পাতা-৬

 

পাতা-৬

 

 

 

পরিশিষ্ট-কঃ  সভায় উপস্থিত সদস্যবৃন্দের তালিকা

 

 জনপ্রতিনিধি

কর্মকর্তা

১। জনাব সাধন চন্দ্র মজুমদার,  মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৬-নওগাঁ-১

২। জনাব আলহাজ্ব মোঃ এনামুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ও সভাপতি

৩। জনাব আলহাজ্ব মোঃ লিয়াকত আলী, ভাইস চেয়ারম্যান, নিয়ামতপুর উপ­জলা পরিষদ

৪। জনাব মোসাঃ মনোয়ারা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান, নিয়ামতপুর উপ­জলা পরিষদ

৫। জনাব মোঃ আমিনুল ইসলাম, চেয়ারম্যান, হাজীনগর ইউ,পি

৬।  জনাব মোঃ খালেকুজ্জামান তোতা, চেয়ারম্যান, চন্দননগর ইউ,পি

৭। জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, ভাবিচা ইউ,পি

৮।  জনাব আলহাজ্ব মোঃ  ছাদরুল আমিন চৌধুরী, চেয়ারম্যান, নিয়ামতপুর ইউ,পি

৯। জনাব মোঃ সাজ্জাদ আলী, চেয়ারম্যান, রসুলপুর ইউ,পি

১০। জনাব মোঃ আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, চেয়াম্যান, পাড়ইল ইউ,পি

১১। জনাব আলহাজ্ব মোঃ আল মামুন হক (মামুন), চেয়ারম্যান, শ্রীমন্তপুর ইউ,পি

১২।  জনাব মোঃ এমরান হোসেন, চেয়ারম্যান, বাহাদুরপুর ইউ,পি

 

 

 

 

 

১। জনাব মোঃ সাজ্জাদুল হাসান, ইউ,এন,ও  নিয়ামতপুর

২। উপজেলা কৃষি অফিসার, নিয়ামতপুর

৩। উপজেলা স্বাসহ্য ও পরিঢ় পরিঢ় অফিসার,নিয়ামতপুর।

৪।  উপজেলা প্রকৌশলী, নিয়ামতপুর ।

৫। উপজেলা প্রাণি সম্পদ অফিসার, নিয়ামতপুর ।

৬। উপজেলা মৎস্য অফিসার, নিয়ামতপুর ।

৭। উপজেলা শিক্ষা অফিসার, নিয়ামতপুর ।

৮।  উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার,নিয়ামতপুর

৯। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, নিয়ামতপুর ।

১০। উপজেলা প্রকল্প বাসতবায়ন অফিসার, নিয়ামতপুর ।

১১। উপজেলা সমাজ সেবা অফিসার, নিয়ামতপুর

১২। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নিয়ামতপুর ।

১৩ । উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, নিয়ামতপুর  ।

১৪। উপজেলা যুব উন্নয়ন অফিসার, নিয়ামতপুর ।

১৫। উপজেলা সমবায় অফিসার, নিয়ামতপুর ।

১৬। উপ-সহকারী প্র­ক±শলী ( জনস্বাসহ্য),নিয়ামতপুর ।

১৭। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নিয়ামতপুর

১৮। ভারপ্রাপ্ত কর্মকর্তা, বন বিভাগ, নিয়ামতপুর ।

পরিশিষ্ট-খ ঃ সভায় অনুপস্থিত সদস্যবৃন্দের তালিকা

 

জনপ্রতিনিধি

কর্মকর্তা

-----

-------