Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
পর্যটন কেন্দ্র ছাতড়া বিল
Details

পর্যটন কেন্দ্র ছাতড়া বিল

 

নিয়ামতপুর উপজেলা সদর থেকে উত্তরে প্রায় ২৫কি.মি. দূরে মহাদেবপুর উপজেলায় সীমানা ঘেষে ছাতড়া বিল অবস্থিত । এর আয়তন প্রায় -----কি.মি. । মৌসুমে বিলটি পানিতে পরিপূর্ন হয়ে এক অপূর্ব সৌন্দর্যের স্মৃষ্টি করে । বিলের মধ্য দিয়ে একটি সংযোগ সড়ক যোগাযেগের সম্পর্ক রক্ষা করছে নওগাঁ জেলা সদরের সাথে । এ সড়কে রয়েছে সু-দৃশ্যমান সেতু, যেখানে পর্যটকরা বিলের সৌন্দর্য উপভোগ করতে ভীড় জমায় পড়ন্ত বিকেলে । বিলের মৎস্য আহরন করে জীবিকা নির্বাহ করে প্রায় ১হাজার জন মৎস্যজীবি । এছাড়াও কৃষিকাজে ব্যবহৃত হয় এ জলাধারের বিশাল পানি । সবমিলিয়ে এ বিলটি একদিকে যেমন এতদঞ্চলের মানুষের বিনোদনের প্রধানতম আকর্ষন অন্যদিকে খেটে খাওয়া সাধারন মানুষের জীবন জীবিকার অন্যতম প্রধাণ আকর্ষন ।