নিয়ামতপুর উপজেলা সদর থেকে উত্তরে প্রায় ২৫কি.মি. দূরে মহাদেবপুর উপজেলায় সীমানা ঘেষে ছাতড়া বিল অবস্থিত । এর আয়তন প্রায় -----কি.মি. । মৌসুমে বিলটি পানিতে পরিপূর্ন হয়ে এক অপূর্ব সৌন্দর্যের স্মৃষ্টি করে । বিলের মধ্য দিয়ে একটি সংযোগ সড়ক যোগাযেগের সম্পর্ক রক্ষা করছে নওগাঁ জেলা সদরের সাথে । এ সড়কে রয়েছে সু-দৃশ্যমান সেতু, যেখানে পর্যটকরা বিলের সৌন্দর্য উপভোগ করতে ভীড় জমায় পড়ন্ত বিকেলে । বিলের মৎস্য আহরন করে জীবিকা নির্বাহ করে প্রায় ১হাজার জন মৎস্যজীবি । এছাড়াও কৃষিকাজে ব্যবহৃত হয় এ জলাধারের বিশাল পানি । সবমিলিয়ে এ বিলটি একদিকে যেমন এতদঞ্চলের মানুষের বিনোদনের প্রধানতম আকর্ষন অন্যদিকে খেটে খাওয়া সাধারন মানুষের জীবন জীবিকার অন্যতম প্রধাণ আকর্ষন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS