উন্নয়নের পথে এগিয়ে চলেছে নিয়ামতপুর
নওগাঁ জেলার বৃহৎ উপজেলা গুলোর মধ্যে নিয়ামতপুর উপজেলা অন্যতম হওয়া সত্বেয় অত্র উপজেলা দীর্ঘ দিন যাবৎ অবহেলিত থেকেছে এবং উন্নয়নের ছোয়া লাগেনি। তাই কৃষি নির্ভর এ উপজেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবার জন্য নিরলস ভাবে কাজ করে চলেছে উপজেলা প্রশাসন। সেই আলোকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কিছু চলমান রয়েছে। এ উপজেলায় জেলা পরিষদ মিলনায়তন ও কেন্দ্রিয় স্মৃতিস্তম্ভ নির্মাণ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা পরিষদ রেষ্ট হাউস, নতুন থানা কমপ্লেক্স নির্মাণ ও উপজেলা পরিষদ কেন্দ্রিয় মসজিদ পুর্ননির্মাণ কাজ চলমান রয়েছে। রাস্তাঘাটের প্রকৃত উন্নয়ন ও যোগাযোগ মাধ্যমকে সহজতর করার জন্য নতুন নতুন ব্রিজ, কালর্ভাট নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ চলমান রয়েছে।
কৃষি প্রধান অত্র অঞ্চলের জন্য কৃষি বিভাগ ও বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে অধিক ফসল উৎপাদন হয় বিধায় এ উপজেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ন । বর্তমান সরকারের শিক্ষার উন্নয়নের অংশ হিসাবে সকল প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করে ঝড়ে পড়া রোধ, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে শিক্ষা খাতেও উন্নয়নের ছোয়া নিয়ামতপুর উপজেলাতে ছড়িয়ে পড়েছে। পল্লীর দারিদ্রতা দূরীকরণের বিভিন্ন বিভাগের মাধ্যমে পল্লী জনগনকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
স্বাস্থ্য খাতেও নিয়ামতপুর উপজেলায় উন্নয়ন হয়েছে। সদর হাসপাতালসহ বিভিন্ন ইউনিয়ন সাব সেন্টার ও কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার নিয়োগ পূর্বক জনগনকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে।
নিরবিচ্ছন্ন বিদ্যূৎ সরবরাহ নিয়ামতপুর এর জন্য একটি আর্শিবাদ। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ এর আলোকে ডিজিটাল বাংলাদেশ স্লোগানকে বাস্তবায়ন করতে বিভিন্ন সরকারী অফিস, স্কুল-কলেচ ও প্রতিষ্ঠানকে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় আওতায় আনা হচ্ছে। নিয়ামতপুর উপজেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো জনগনের দোরগোড়ায় তথ্য সেবা পৌছে দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করি অতি সত্বর নিয়ামতপুর উপজেলা উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগনিত হবে।
(আবু সালেহ মোঃ মাহফুজুল আলম)
উপজেলা নির্বাহী অফিসার
নিয়ামতপুর,নওগাঁ।
ই-মেইল: unoniamatpur@mopa.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS