Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

উন্নয়নের পথে এগিয়ে চলেছে নিয়ামতপুর, নওগাঁ

 

       নওগাঁ জেলার বৃহৎ উপজেলাসমূহের মধ্যে নিয়ামতপুর উপজেলা অন্যতম হওয়া সত্বেও এ উপজেলা দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল। কৃষিনির্ভর এ উপজেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবার জন্য উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছে। সেই আলোকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কিছু চলমান রয়েছে। এ উপজেলায় জেলা পরিষদ মিলনায়তন, কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জেলা পরিষদ ডাক বাংলো, নতুন থানা কমপ্লেক্স নির্মাণ ও উপজেলা পরিষদ কেন্দ্রীয় মসজিদ নির্মাণ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন ও যোগাযোগ মাধ্যমকে সহজতর করার জন্য নতুন নতুন ব্রিজ, কালভাট নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। কৃষিপ্রধান এই অঞ্চলের জন্য কৃষি বিভাগ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে এ উপজেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সরকারের শিক্ষার উন্নয়নের অংশ হিসাবে সকল প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করা ও ঝড়ে পড়া রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দারিদ্রতা দূরীকরণে বিভিন্ন বিভাগের মাধ্যমে পল্লী জনগনকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। স্বাস্থ্য খাতেও নিয়ামতপুর উপজেলায় উন্নয়ন সাধিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়ন সাব সেন্টার ও কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার নিয়োগপূর্বক জনগণের মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ামতপুরের জন্য আশীর্বাদ স্বরূপ। । আমরা প্রত্যাশা করি অতিদ্রুত নিয়ামতপুর উপজেলা সন্ত্রাস, মাদক এবং বৈষম্যমুক্ত  উপজেলা  হিসেবে পরিগনিত হবে।

                                                   

                                                                                মোঃ মেহেদী হাসান

                                                                                উপজেলা নির্বাহী অফিসা

                                                                                  নিয়ামতপুর,নওগাঁ।

                                                                              ই-মেইল: unoniamatpur@mopa.gov.bd